পতিতা
পতিতা তরুণ মন্ডলের বয়স ৪৮ ৷ পেশায় ব্যাংকের কেরানি হলেও চাকরির প্রতি তার নেশা নেই ৷ নামে চাকরি টিকিয়ে রেখেছেন বাঁধা ইনকামের আশায় ৷ বিপত্নীক হয়েছেন বছর ৮ হল ৷ দুর্ঘটনায় জবা মারা যাবার পর তরুণের জীবন তাই যেন বদলে গেছে ৷ সুন্দর ভদ্র জীবন কেমন করে ওলট পালট হয়েছে তা জানা নেই তরুণের ৷ কিসের ক্ষিদে তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়ায় ৷ পৈত্রিক ভিটে মাটি ছাড়া জমি আছে দো ফসলি ৩০-৪০ বিঘে ৷ আর ৮-৯ বিঘে বাস্তু পুকুর মিলে তার খাবারের অভাব নেই ৷ ছেলেপুলে নেই বলেই তরুণের মন্ডলের জীবনে এমন পরিবর্তন এসেছে বলেও সে নিজে মনে করে না ৷ তার দুটি নেশা একটা যাত্রা পালার, আর দ্বিতীয় মাছ ধরার ৷ তাকে মাসে দুই বার শহরে যেতে হয় ৷ তারই অফিসের কাজে ৷ তারই ফাকে টুকি টাকি নানা জিনিস কিনে আনে শহরের বড় বাজার থেকে ৷ মাছের খাবার, টোপ, বড়শি , ল্যলনের কর্ড, আরো কত কি ৷ গ্রামের বাচ্চা মেয়েরা প্রায়ই তাকে টুকি টাকি আনতে বলে ৷ কখনো নেল পালিশ, কখনো হার, বা কানের দুল, কাঁচের চুড়ি ৷ এদের কাছ থেকে তরুণ কখনো বা পয়সা নেয় কখনো বা নেয় না ৷ সেদিন গরম দুপুরে ভিড় বাসে উঠতেই হল তরুণকে ৷ তরুণের জীবন বদলে যাবার জন্য এই ঘটনাটা যে অনেকাংশে দায়ী তা বলা বা...